ওয়েবসাইট ডেভেলপমেন্ট :
ওয়েবসাইট ডেভেলপমেন্ট হচ্ছে একটি ওয়েবসাইটের জন্য এপ্লিকেশন তৈরী করা। অর্থাৎ লগিন সিস্টেম, নিউজলেটার সাইনআপ, ফাইল আপলোড করে ডেটাবেসে সেভ করা, পেজিনেশন, সোশ্যাল মিডিয়া শেয়ারিং বাটন, ইমেজ ম্যানিপুলেশন, আবার যদি ওয়েবসাইটে বিজ্ঞাপন থাকে তাহলে সেগুলো প্রতিবার লোড হওয়ার সময় পরিবর্তন হওয়া ইত্যাদি এপ্লিকেশন তৈরি করাকে বুঝায়। এখানে যে এপ্লিকেশন গুলো উল্লেখ করেছি এছাড়াও আরো অনেক এপ্লিকেশন আছে, যা একজন ওয়েব ডেভেলপারকে তৈরী করতে হয়।
ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর প্রয়োজনীয়তা :
মূলত বিশ্বের ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ব্যক্তিগত ক্ষেত্রে সবাই ক্রমেই ইন্টারনেটের দিকে ঝুঁকে পড়ছে। বর্তমানে সবাই চাচ্ছে, তার একটি ভার্চুয়াল ঠিকানা হোক। কারণ একটি ওয়েবসাইটের মাধ্যমে একটি প্রতিষ্ঠান একদিকে যেমন তার গ্রাহকদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে, অপরদিকে বিভিন্ন দেশে বা শহরে অবস্থিত নিজস্ব শাখার সাথে আত্ম যোগাযোগও খুব সহজে ও কম খরচে করতে পারে। বর্তমান বিশ্বে বড় একটা স্থান দখল করে নিয়েছে এই তথ্য ও প্রযুক্তি সেবা।
বিশ্বের অধিকাংশ মানুষ তার কর্মব্যস্ত জীবনের প্রায় পুরো সময়টিকে ব্যবহার করছে তথ্য ও প্রযুক্তির পিছনে। তথ্য ও প্রযুক্তির এই অগ্রগতি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং অনেক জটিল কাজ আমাদের জন্য সহজ হয়ে গেছে। কিন্তু আপনি কি জানেন? সমস্ত ইন্টারনেট জগৎটাই ওয়েবসাইট নির্ভর। খুব অল্প সময়ে সঠিক তথ্য, পণ্য ও সেবা বিশ্বের দ্বার প্রান্তে পোঁছে দেওয়ার জন্য ইন্টারনেটের বিকল্প অন্য কোন পথ নেই।
এই কারণেই একটা ওয়েবসাইটের গুরুত্ব বলে শেষ করা যাবেনা। তথ্য ও প্রযুক্তির এই বৈপ্লবিক সূচনা বিশ্বের দূরত্বকে এনে দিয়েছে আমাদের হাতের মুঠোয়, ইন্টারনেট ও ওয়েবসাইটের কল্যাণে মুহূর্তের মধ্যে তথ্য পোঁছে যাচ্ছে পৃথিবীর একপ্রান্ত থেকে অন্য প্রান্তে। বিশ্বায়নের এই যুগে তথ্য প্রযুক্তি নির্ভর ইন্টারনেট হয়ে গেছে শিক্ষা, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, রাষ্টনীতি, চিকিৎসা ও ব্যবসায়ের প্রধান ক্ষেত্র।
আপনার তথ্য, পণ্য ও সেবা সকলের দোরগোড়ায় পোঁছে দেওয়ার লক্ষ্যে স্বদেশ আইটি ইন্সটিটিউটের সুদক্ষ ওয়েবসাইট ডেভেলপমেন্ট টিম সর্বদা কাজ করে যাচ্ছে। খুব কম সময়ের মধ্যে, সঠিক উপায়ে আপনার তথ্য, পণ্য ও সেবা একটি ওয়েবসাইটের মাধ্যমে আধুনিক বিশ্বে ছড়িয়ে দিন এবং আপনার প্রতিষ্ঠান, ব্যবসা বা সার্ভিসকে পোঁছে দিন অনন্য উচ্চতায়।
ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিস এর ফিচার সমূহ :
- ডাইনামিক ডিজাইন।
- গ্রিড বেসড লেআউট।
- টপ অ্যান্ড বোটম ন্যাভিগেশন।
- বিগ মেনু উইথ সিএসএস।
- হেডার এবং সাইডবার ব্যানার।
- ফটো অ্যান্ড ভিডিও গ্যালারি।
- অ্যানিমাটেড টেক্সট অ্যান্ড বাটন।
- অ্যানিমাটেড ইমেজ অ্যান্ড ব্যানার।
- মোবাইল ডিভাইস কম্প্যাটিবল।
- ট্যাবড কন্টেন্ট এরিয়া।
- কন্টাক্ট ফর্ম ও সার্চ বাটন।
- কন্টেন্ট অ্যান্ড কমেন্ট এরিয়া।
- আরএসএস ফীডস।
- ব্লগ ও ম্যাগাজিন লেআউট।
- সুপার কাস্টমাইজেবল।
- আনলিমিটেড পেইজ এবং পোস্ট।
- আনলিমিটেড ক্যাটাগরি এবং আর্কাইভ।
- সোশ্যাল মিডিয়া শেয়ারিং বাটন।
- আবহাওয়া অ্যান্ড প্রেয়ার টাইম।
- উইজার এডমিন প্যানেল।
- ফেসবুক পেজ লাইক অপশন।
- অ্যানিমাটেড লাইক বা ফলো বক্স।
- ওয়েবসাইট ভ্যালিডেশন ইত্যাদি।
কেন আমাদের নির্বাচন করবেন?
- ওয়েবসাইটটি কিভাবে পরিচলনা করবেন তার সম্পূর্ন গাইড লাইন।
- ইচ্ছে মত পেইজ ডিজাইন ও তৈরি করার সুযোগ।
- ডোমেইন প্লাস হোষ্টিং।
- বেসিক অনলাইন মার্কেটিং পদ্ধতি।
- ইউজার ফ্রেন্ডলি এডমিন প্যানেল।
- এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট।
- গুগল অ্যাডসেন্স ও অ্যানালাইটিক সাপোর্ট।
- ইচ্ছে মত ওয়েবসাইট পরিচালনা করার সুযোগ।
- অভিজ্ঞ ও দক্ষ ডেভলপার দ্বারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট।
- সিকিউরিটি গ্যারান্টি ১০০%।
- আপটাইম গ্যারান্টি ৯৯.৯%।
- অটো ওয়েবসাইট ব্যাকআপ সিস্টেম।
- ২৪/৭ সাপোর্ট।
এছাড়াও আরো অনেক সুবিধা পাবেন আমাদের প্রফেশনাল ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিসে। তাহলে আর দেরী না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরাই দিচ্ছি সবচেয়ে সাশ্রয়ী মূল্যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিস।